মো.গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলার অসহায় ও দরিদ্র ৩ শতাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর এবং বিজু উৎসব উপলক্ষে ৩ মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণ করেছে লংগদু সেনা জোন। খাদ্য সামগ্রীসমূহ লংগদু জোনের সকল সদস্যদের সঞ্চিত আহার সামগ্রী হতে প্রদান করা হয়।
লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি উপস্থিত থেকে নিজ হাতে তিনি উপহার সামগ্রী বিতরণ করেন। জোনের দায়িত্বপূর্ণ এলাকার সকল সাব জোন হতে একযোগে সকল এলাকায় ১৬ এপ্রিল রোববার থেকে ৪দিন ব্যাপী এসকল সামগ্রী প্রদান করা হয়।
এসময় আর্থিক সহায়তা গ্রহণকারী সকলেই লংগদু জোন তথা সেনাবাহিনীর নিকট তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জোন অধিনায়ক লে. কর্ণেল হিমেল মিয়া সকলের মাঝে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে নির্দেশনা দেন এবং ভবিষ্যতে এধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয়
অনুষ্ঠান উপলক্ষ্যে নানাবিধ সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে নিরলস অবদান রেখে যাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available