• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৪:০০ (26-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৪:০০ (26-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লা সীমান্তে ফেন্সিডিলসহ ভারতীয় নাগরিক আটক

২৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:০১:১২

কুমিল্লা সীমান্তে ফেন্সিডিলসহ ভারতীয় নাগরিক আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ব্যাটালিয়নের (বিজিবি ১০) অধীনস্থ গোলাবাড়ী পোস্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে।

২৬ নভেম্বর মঙ্গলবার অভিযানের অংশ হিসেবে সীমান্ত পিলার ২০৮২/১-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর এলাকার কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল এবং ১টি মোবাইল ফোনসহ ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটক ভারতীয় নাগরিক মেহেদী হাসান (১৮) ত্রিপুরা সিপাহীজালা জেলার সোনামুড়া থানার এনসি নগর গ্রামের মো. স্বপন মিয়ার ছেলে।

বিজিবি জানায়, অভিযান চলাকালে মেহেদী হাসান অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালান করার উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

বিজিবি টহলদল তাকে আটক করে এবং তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা দায়ের করে। পরে তাকে কুমিল্লার কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প
২৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪০:১০