মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলায় আশরাফুল ইসলাম পলাশ হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব। ২৫ নভেম্বর সোমবার দিবাগত মধ্যরাতে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ব্রিজের টোল প্লাজার পর্বপাশ থেকে তাদেরকে গ্রেফকার করা হয়।
গ্রেফতাররা হলেন- মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে সোয়েব আহমেদ খান (২২) ও ছাকিন খান (২০)।
নিহত ৩৩ বছরের আশরাফুল ইসলাম পলাশ সাভারের নবীনগর এলাকার কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে চাকুরি করতেন। তিনি মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার আসামীদের শ্বশুড় খবির উদ্দিনের বাসা ভাড়া থাকতেন।
র্যাব জানান, বাসাভাড়ার সুবাধে আশরাফুল ইসলাম পলাশের সাথে বিভিন্ন বিষয়ে সোয়েব আহমেদ খান ও ছাকিন খানের সাথে বিরোধে চলছিল। ওই বিরোধের জেরে আশরাফুল ইসলাম পলাশকে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর রাতে মানিকগঞ্জ পৌরসভার কালীগঙ্গা নদীর বেউথা ব্রিজের মুরগির ফার্মের ডেকে নিয়ে যায় এবং উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আশরাফুল ইসলাম পলাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সোয়েব আহমেদ খান ও ছাকিন খানসহ বেশ কয়েকজন পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন এবং তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পথিমধ্যে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হলে পুনরায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২৩ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিহতের বড় ভাই সদর থানায় একটি হত্যা মামলা করেন।
র্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মোহাম্মদ আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪, সিপিসি-৩ এবং র্যাব-১৩ এর সদর কোম্পানি দলের অভিযানে লালমনিরহাটের সদর উপজেলার তিস্তা ব্রিজের টোল প্লাজা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available