• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৪:১৭ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৪:১৭ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আবাসিক হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী গ্রেফতার

২৬ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৫:৩৯

আবাসিক হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রংধনু আবাসিক হোটেলে স্ত্রী রুকসানাকে গলাকেটে হত্যার ঘটনায় স্বামী মো. রুবেলকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও রুকসানার মোবাইল ফোন উদ্ধার করা হয়।

২৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।

এর আগে ২৫ নভেম্বর সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুর মাজার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকার মো. লাল মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রুকসানা ও রুবেলের বিয়ে হয় ২০২২ সালে। বিয়ের আগে রুকসানার প্রথম সংসার ছিল নওগাঁ জেলার সাহাগোলা এলাকার মো. সাহেবের সাথে। সেই সংসার পারিবারিক দ্বন্দ্বের কারণে ভেঙে যাওয়ার পর রুকসানা ঢাকায় এসে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে চাকরি নেন। সেখানে সেবা নিতে আসা রুবেলের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিয়ের পর থেকেই রুবেল কোনো কাজ না করে রুকসানার আয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার এক সপ্তাহ আগে রুকসানা রুবেলকে জীবিকা নির্বাহের তাগিদ দেয়। কাজ না করলে বিবাহ বিচ্ছেদের কথা জানালে রুবেল ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। রোববার দিবাগত রাতে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে রুবেল তার স্ত্রীকে মানিকগঞ্জের রংধনু আবাসিক হোটেলে নিয়ে আসে। হোটেলে পারিবারিক বিষয় নিয়ে ফের তাদের বাকবিতণ্ডা হয়। রাত সাড়ে তিনটার দিকে রুকসানা ঘুমিয়ে পড়লে রুবেল তাকে ধারালো চাকু দিয়ে গলাকেটে হত্যা করে। হত্যার পর রুকসানার মোবাইল ফোন ও চাকুটি নিয়ে পালিয়ে যায়।

সোমবার সকালে হোটেল ম্যানেজার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দুপুরে আবার চেষ্টা করেন। তখন দরজা খুলে রুকসানার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও র‌্যাবকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

র‌্যাবের লে. কমান্ডার মো. আরিফ হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ, আলামত ও অন্যান্য তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। গতকাল রাতে মিরপুর মাজার রোড এলাকা থেকে মো. রুবেলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রুবেল তার অপরাধের দায় স্বীকার করেছে। গ্রেফতার রুবেলকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬