• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:৩৯:০৯ (27-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:৩৯:০৯ (27-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

২৭ নভেম্বর ২০২৪ সকাল ০৯:১৩:২৩

কেরানীগঞ্জে ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সমিলে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ভূমিদস্যু দিদার ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ২৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার আব্দুল্লাহপুরে সংবাদ সম্মেলনে এমন দাবি জানান ভুক্তভোগী ভূমি মালিক আইয়ুব খান।

আইয়ুব খান বলেন, ঘটনার পরপর পুলিশ দুই জনকে গ্রেপ্তার করলেও অপর আসামিদের গ্রেপ্তার করছে না। চিহ্নিত ভূমিদস্যু ও আওয়ামী লীগ নেতা সাইফুল ও দিদার বাহিনীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়। তবে অজ্ঞাত কারণে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। এখন তারা প্রকাশ্য এলাকায় ঘুরে বেড়াচ্ছে। মামলা উঠিয়ে নেয়ার জন্য আওয়ামী লীগ নেতা দিদারের সন্ত্রাসী বাহিনী অব্যাহতভাবে প্রাণ নাশের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।

এদিকে ক্ষতিগ্রস্ত সমিল মালিক মো. আওলাদ হোসেন অভিযোগ করে বলেন, কোন কারণ ছাড়াই সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এসময় একজন ক্রেতাসহ মিলে থাকা সবাইকে মারধর ও ভাঙচুর করে তারা। ক্যাশ বাক্সে থাকা প্রায় সাড়ে চার লাখ টাকা লুট করে নেয়। এরপর মিলটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ারসার্ভিস এসে আগুন নেভায়।

মিলমালিক আরও বলেন, ব্যাংক থেকে লোন নিয়ে ভাড়া কারখানাটি করেছিলাম। এখন আমার পথে বসার উপক্রম হয়েছে। আমি ন্যায় বিচার চাই।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনার প্রধান আসামি সাইফুলমইসলামসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, ২১ নভেম্বর স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ও দিদারের নেতৃত্বে ২০/ ২৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় আইয়ুব খানের মালিকানাধীন ভাড়াটিয়া আওলাদ হোসেনের সমিলে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে সমিল মালিক আওলাদসহ প্রায় পাঁচজন আহত হন।

এ ঘটনায় ওইদিনই সাইফুল ও দিদারসহ ১৪ জনের নাম উল্লেখ্য করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী আইয়ুব খান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল
২৭ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৫৬:৪৮