মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত ও শহীদদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, শিবালয় সহকারী কমিশনার ভূমি এস এম ফয়েজ উদ্দিন, শিবালয় থানা অফিসার ইনচার্জ মো. এ আর এম আল মামুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা শাখার সভাপতি মো. রহমত আলী লাবলু বেপারী, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলাম শিবালয় থানা শাখার আমির মোহাম্মদ হাতেম আলী, ইসলামী আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মো. শহিদুল্লাহ, খেলাফত মজলিস শিবালয় উপজেলা শাখার সহ-সভাপতি মুফতী আব্দুল কুদ্দুস, উলাইল ইননিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুবেল মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিবালয় উপজেলার ছাত্র প্রতিনিধি মো. নাহিদুর রহমান নাহিদ, মো. সাঈদ মাহমুদ হোসাইন হীরা ও মো. কামরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলনের বিরোধিতা করে যারা হত্যাযজ্ঞে মেতে উঠেছিল হাজার হাজার ছাত্র-জনতাকে আহত করেছে তাদেরকে ধরা হচ্ছে না কেন? তারা এখনও বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে খুনি হাসিনা সরকারের দোসরদের গ্রেফতার করার দাবি জানান।
উক্ত আন্দোলনে শহীদ রফিকের বাবা রইজ উদ্দিন কান্নাজরিত কণ্ঠে বলেন, আমার ছেলের হত্যার সাথে যারা জড়িত দীর্ঘ সময় পার হলেও তাদের ধরা হচ্ছে না। খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে আমি এবং আমার পরিবার মারাত্মাক হুমকিতে আছি। এমতাবস্থায় আমি পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ছেলের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।
এছাড়া জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদদের স্মরণে শিবালয়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান বক্তারা। এসময় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available