মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে সাম্প্রতিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের (উফশী জাতের) বীজ, সার ও হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
২৭ নভেম্বর বুধবার উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী। সভা পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সালাউদ্দিন।
১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২ হাজার ১০০ জন কৃষকদের মাঝে ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড বীজ, ৭ হাজার ২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উচ্চ ধানের ফলনশীল বীজ ও ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে।
এ সময় প্রধান অতিথি হিল্লোল চাকমা বলেন, বর্তমান সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করার ব্যবস্থা করার জন্য। এতে করে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের অনেক উপকার হবে। সেই সাথে সরকারের যে উৎপাদন লক্ষ্যমাত্রা তা পূরণ হবে।
অনুষ্ঠানের সভাপতি ফয়সাল মোহাম্মদ আলী বলেন, সকলের সহযোগিতায় আমরা তালিকা প্রস্তুত করে প্রণোদণা বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে পারলাম। সহকলের সহযোগিতার জন্যে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রণোদণা পাওয়ার যোগ্য এমন কেউ বাদ পড়লে যোগাযোগ করবেন পরবর্তীতে দেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available