• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৫৭:১৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৫৭:১৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

‘পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার পাশাপাশি সাংস্কৃতিক উন্নয়নে সেনাবাহিনী পাশে থাকবে’

২১ এপ্রিল ২০২৩ বিকাল ০৩:২১:৪৭

‘পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার পাশাপাশি সাংস্কৃতিক উন্নয়নে সেনাবাহিনী পাশে থাকবে’

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশি মারমাদের সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নে যেকোন উদ্যোগে পাশে আছে, ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ (মাহি)।

খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের উদ্যোগে মারমা সম্প্রদায়ের তিন দিনব্যাপী সাংগ্রাই উৎসব’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি জেলা শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পাশে মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

সাংগ্রাই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএফআইয়ের সহকারী পরিচালক কাউসার আহমেদ, খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত, সেনা রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান, এসএস ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ সুলতানা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরী মগ প্রমুখ।

আলোচনা সভা শেষে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ কর্তৃক পরিচালিত প্রথম পর্যায়ে ১০টি লাইব্রেরিতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বই উপহার হিসেবে তুলে দেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

পরে স্থানীয় মারমা শিল্পী ও লারং ব্যান্ড শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সুন্দরগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২৬:২২


বেঁচে ফির‌ব ব‌লে আশা ক‌রিনি: ওমর সা‌নিয়াত
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৫৪:৫৯