নীলফামারী প্রতিনিধি: চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, “ল” ইয়ার কাউন্সিল এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের যৌথ আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি জেলা জজ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে প্রধান ডাক ঘরের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এই কর্মসূচিতে জেলা বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতারা একাত্মতা ঘোষণা করেন। সমাবেশে আ্যডভোকেট সাইফুল ইসলাম হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যার বিচারসহ উগ্রবাদী জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানান বক্তারা।
নীলফামারী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর গোলাম মোস্তফা সজিবের সঞ্চলনায় ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাড. আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, “ল” ইয়ার কাউন্সিলের সভাপতি অ্যাড. আল ফারুক আব্দুল লতিফ, অ্যাড. রবিউল আহসান, অ্যাড. আল মাসুদ চৌধুরী, অ্যাড. আনিছুর রহমান আজাদ, অ্যাড. মামুনুর রশীদ পাটোয়ারী, অ্যাড. আসাদুজ্জামান রিনো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রায়হান, সোহেল রানা, সাইয়েদ গোলাম আজম, মেহেদী হাসান আশিক, ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগ ও ভারতের ইন্ধনে ছাত্র-জনতার অভ্যুত্থান ধুলিস্যাৎ ও বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র চালানো হচ্ছে মন্তব্য করে বলেন, আমাদের সবাইকে ধৈর্যের সাথে একতাবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। অনতিবিলম্বে ইসকন সংগঠনকে নিষিদ্ধ না হলে কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারী দেন বক্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available