• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:৩৮:১৯ (28-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:৩৮:১৯ (28-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

কৃষিসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের মাঠে গিয়ে দায়িত্বপালন করতে হবে

২৮ নভেম্বর ২০২৪ সকাল ১০:২১:০৫

কৃষিসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের মাঠে গিয়ে দায়িত্বপালন করতে হবে

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

২৭ নভেম্বর বুধবার দুপুরে যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এ সময় দেড় শতাধিক কৃষকের উপস্থিতিতে, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত রোপা আমন নিয়ে আলোচনা করা হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা জেলার উপ-পরিচালক সাফায়েত আহম্মদ সিদ্দিকী। বক্তব্যে কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, পতিত জমি ফেলে রাখবেন না। চাষাবাদের আওতায় এনে ওই জমি তিন ফসলী হিসেবে গড়ে তুলবেন৷ সরিষা, বোরো ও রোপা আমন ধান চাষাবাদ করবেন৷ জমিতে চাষাবাদের জন্য বীজ, সার বিনামূল্যে দিচ্ছে সরকার।

কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিডি বলেন, ব্লক পর্যায়ে কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে কৃষিসেবা প্রদান করতে হবে৷ পতিত জমি কীভাবে চাষযোগ্য করা যায় সেসব বিষয়ে মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিতে হবে৷

উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা জেলার প্রশিক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান ও অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) নাজিয়াত আহমেদ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বিশ্বাস, অমিত অন্তুসহ উপস্থিত বেশ কয়েকজন কৃষক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ইসকন আসলে কী এবং কে এই চিন্ময় কৃষ্ণ দাস?
২৮ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩৩:৪৪

প্রতিবন্ধকতার পরেও আসছে ভারতীয় পেঁয়াজ
২৮ নভেম্বর ২০২৪ সকাল ১১:১৩:০৬

সিলেটে যুবদলকর্মী খুন, গ্রেফতার পাঁচ
২৮ নভেম্বর ২০২৪ সকাল ১১:০৫:৪৮