• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:২৬ (28-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:২৬ (28-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নোয়াখালীতে আন্ত:থানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

২৮ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৫৪:৩৫

নোয়াখালীতে আন্ত:থানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে মাসব্যাপী আন্ত:থানা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর বুধবার বিকেলে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় চৌমুহনী সরকারি এস এ কলেজ বনাম চাটখিল সরকারি কলেজ মুখোমুখি হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তরের আয়োজনে মাসব্যাপী ১৯টি দল অংশ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে।

নির্ধারিত ৯০ মিনিটে খেলা ড্র হওয়ায় শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে চৌমুহনী সরকারি এস এ কলেজ-চাটখিল সরকারি কলেজ কে ৩-২ গোলে পরাজিত করে।

এরপর কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন জেলা উত্তরের সেক্রেটারি দাউদ ইসলাম।

জেলা উত্তরের সভাপতি মশিউর রহমান ফাহাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য ও কুমিল্লা টিম পরিচালক, নোয়াখালী জেলার সাবেক আমীর মাওলানা আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।

খেলার উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।  

এছাড়া উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার আমীর মাওলানা আবু জায়েদ, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং দুই দলের খেলোয়াড়সহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তেতুঁলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
২৮ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৫:৪১

মুকসুদপুরে সাড়ে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
২৮ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৩২:১৮