• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৬:৩৫ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৬:৩৫ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

২৯ নভেম্বর ২০২৪ সকাল ১০:৩১:৪৫

নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: জমি সেচ দিতে গিয়ে বোরো ধানের চারা ডুবে যাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জয় বাংলা স্লোগান দিয়ে নাটোরের নলডাঙ্গায় মামুন সর্দার নামের পৌর যুবদল এক কর্মীকে কুপিয়ে জখম করেছে একই এলাকার প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্রু ও তার ভাইয়েরা।

২৭ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের জামতলী খালের ব্রিজের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত মামুন সরদারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মামুন সর্দার (৩৮) উপজেলার পূর্ব সোনা পাতিল গ্রামের মৃত আফসার আলির ছেলে।

প্রতিপক্ষ আব্দুল মজিদ ভুট্রু উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত করিম সাকিদারের ছেলে ও নলডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৭ নভেম্বর বুধবার বিকালে নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের নেতা আব্দুল মজিদ ভুট্রুর জমিতে সেচ দেয়। এ সেচের পানি যুবদল কর্মী মামুন সরদারের চাচাতো ভাই বাবুর রোপণ করা বোরো বীজতলা পানি যায়। এ পানি যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মামুন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্রুর ভাই আজাহারকে লাঠিপেটা করেন। এ খবর পেয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ভুট্রু ও তার ভাইয়েরা এসে দেশীয় অস্ত্র চাপাতি হাসুয়া দিয়ে মামুন সরদারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে জয় বাংলা স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, জামতলী গ্রামের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৮



ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ আটক ৬
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২০:৫৭


শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১০:৩৪

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:০৮

দোয়ারাবাজারে গলায় রশি পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৬:২৩