• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ১২:০২:৫৫ (06-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ১২:০২:৫৫ (06-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পিঠা গার্ডেন থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

২৯ নভেম্বর ২০২৪ সকাল ১১:১৯:৩৫

পিঠা গার্ডেন থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী যুবলীগ নেতা ফেরদাউস (৪৫) মৃতদেহটি একদিন পর গোপালগজ্ঞের পাথালিয়া পিঠা গার্ডেন থেকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদাউসকে ২৬ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টার সময় টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া বাজার থেকে অজ্ঞাত দুই যুবকের সাথে মোটরসাইকেল যোগে চলে যেতে দেখা গেছে। ওই দিন রাতে ফেরদাউস আর বাড়িতে ফেরেনি। পরেরদিন ২৭ নভেম্বর মঙ্গলবার দুপুর ৩টার দিকে ফেরদাউসের মুঠোফোন থেকে পরিবারের এক সদস্যের কাছে ফোন আসে ফেরদাউসের মরদেহ পাওয়া গেছে পাথালিয়া পিঠা গার্ডেনে। ফেরদাউস টুঙ্গিপাড়া উপজেলার পারঝনঝনিয়া গ্রামের ইমাদাদ শেখের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পরে দেশে এসে রাজনীতি ও ব্যবসার সাথে জড়িত ছিলেন। ফেরদাউসের মৃত্যুর বিষয়টি পাথালিয়া পিঠা গার্ডেনের আকাশ নামের এক কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার স্বামী-স্ত্রী পরিচয়ে পিঠা গার্ডেনে একটি রুম বুক করে। পরের দিন বুধবার দুপুরে আনুমানিক ১টার দিকে রুম সার্ভিসের জন্য মৌসুমি নামের একজন কর্মী ডাকাডাকি করলে কোন সাড়া পাওয়া যায় না। পরে দরজা ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করে দেখা গেলো ফেরদাউসের নিথর দেহ পড়ে আছে। এ সময় গার্ডেরেন সকল কর্মচারী এক হয়ে গোপালগঞ্জ সদর থানায় মুঠোফোনের মাধ্যমে মৃত্যুর বিষয়টি জানায়।

ফেরদাউসের মৃত্যুর বিষয়টি নিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজিদুর রহামন বলেন, আমার কাছে দুপুর ২টার কিছু সময় পরে মুঠোফোনে একটি ফোন আসে পিঠা গার্ডেন থেকে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পিঠা গার্ডেনে খাটের উপরে মরহদেহটি পড়ে আছে। তার শরীর ঠান্ডা এবং দেহটি শক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে মৃত্যুর ঘটনাটি রাতেই ঘটতে পারে। মৃতদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার রুম থেকে উত্তেজনা মূলক ঔষধের প্যাকেট, সিগারেটের শেষ অংশসহ নিশার আলামত পাওয়া গেছে।

পিঠা গার্ডেনের সিসি টিভি ফুটেজ চেক করে দেখা যায় ২৬ তারিখ ৫.৫৯ মিনিটে ওই কক্ষে একটি মেয়েসহ মৃত ব্যক্তি প্রবেশ করে। পরের দিন ২৭ তারিখ সকাল ৭.১৫ মিনিটে কক্ষ থেকে একটি মেয়ে বের হয়ে চলে যায়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত করে বিস্তারিত বলা যাবে। মরদেহটি প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের পিঠা গার্ডেনের স্বত্বাধিকারী প্রকৌশলী ফারুকের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি বিষয়টি শুনেছি, বিস্তারিত জানি না। আমি ঢাকায় কর্মস্থলে আছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাতের আঁধারে ভাঙা হলো বঙ্গবন্ধু ম্যুরাল
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৮:৩০

দাগনভূঞায় দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৩:৪২



কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৫:৩২


ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৮