লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরির হলরুমে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, নব গঠিত জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) স্বরজিৎ কুমার দে, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার এমকে ইমাম উদ্দিন, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান, প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) এবিএস মামুন, আন্দোলনে চোখ হারানো আমান উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, বৈষম্য অবসানের জন্য দুই হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছেন। অসংখ্য মানুষ আহত হয়েছেন। তাদের সেই আত্মত্যাগ যাতে বৃথা না যায়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচার সরকারের দোসরদের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available