• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:৩০:৫৬ (30-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৬ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:৩০:৫৬ (30-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

যাত্রাবিরতীতে পানি খেতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

৩০ নভেম্বর ২০২৪ সকাল ০৮:১০:৩৮

যাত্রাবিরতীতে পানি খেতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মুক্তার হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি দিনাজপুর জেলার বিরল থানার মোখলেসপুর এলাকায়।

স্থানীয় এলাকাবাসী ইয়ার আলী, মান্নান সর্দার ও জালাল সর্দার বলেন, যুবকটি পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি মাধনগর স্টেশনে যাত্রাবিরতিকালে মুক্তার পানি খেতে যান। পানি খেয়ে ফেরার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন।

এ সময় স্থানীয় এলাকাবাসী ও তার সাথে থাকা আত্মীয়স্বজনরা উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালে তাকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মুক্তার হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. মোমিন উদ্দিন প্রাং বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। যাত্রাবিরতির সময় পানি খেয়ে ফেরার সময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বদলগাছীতে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
৩০ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৪১:৩৩