• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:৩১:৩৬ (30-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৬ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:৩১:৩৬ (30-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদীতে বাংলা স্টার বিলাসবহুল পরিবহনের যাত্রা শুরু

৩০ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৪:৩০

ঈশ্বরদীতে বাংলা স্টার বিলাসবহুল পরিবহনের যাত্রা শুরু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বাংলা স্টার পরিবহণ ঈশ্বরদী ঢাকা যাতায়াতের জন্য শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় বিলাসবহুল চেয়ার কোচ উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব আব্দুর নূর।

২৯ নভেম্বর শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে ঈশ্বরদী শহরের খায়রুজ্জামান বাবু বাস ট্রার্মিনালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় । বাংলা স্টারের সাতটি বাস বাঘা, ঈশ্বরদী, বনপাড়া ও সিরাজগঞ্জ হয়ে ঢাকায় নিয়মিত চলাচল করবে।

উদ্‌বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা স্টার পরিবহনের চেয়ারম্যান আব্দুস শুকুর, ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. হাসান মাহাবুব, সিইও ইমরান হোসেন, পরিচালক ইরফান, পরিচালক আব্দুল আল নোমান, সামাজিক সংগঠন মানাবের সভাপতি মাসুম পারভেজ কল্লোল ও ফয়সাল লিয়াজি রণ। এদিকে বাংলা স্টার পরিবহনে নন এসি, লাক্সারি এসিসহ অ্যাক্সক্লুসিভ স্লিপার পরিবহণ ফিতা কেটে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর নূর বলেন, বাংলা স্টার পরিবহণ যাত্রীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করবে। খাইরুজ্জামান বাবু বাস টার্মিনালে ঈশ্বরদীর কাউন্টার পরিচালনা করছেন জিয়াউল কাদির জিয়া, মো. আরাম ও মান্নান। যাত্রী সাধারণের সর্বোচ্চ সেবা দানের নিশ্চয়তা দেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দানবাক্সে এবার পাওয়া গেছে ২৯ বস্তা টাকা
৩০ নভেম্বর ২০২৪ সকাল ১১:১২:১৪