মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে সৌদি প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ অভিযুক্ত পরকীয়া প্রেমিক মাহদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামীর দেওয়া তথ্য মতে তানিয়ার মোবাইল ফোন, হত্যায় ব্যবহৃত ওড়না এবং সার্জিক্যাল হ্যান্ডগ্লাভস উদ্ধার করা হয়।
২৯ নভেম্বর শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ।
থানা সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বশির আহমেদের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন সরকারের তথ্য প্রযুক্তিগত সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল হাসান এবং থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গির বিপিএম, পিপিএম এতে সার্বিক তত্ত্বাবধান করেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মো. মাসুদুর রহমানসহ অন্যান্য অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকস অভিযানিক টিম ক্লুলেস হত্যা মামলার ২৮ দিনের মাথায় পরকীয়া প্রেমিক মো. মাহদী হাসান (৩১) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহাদী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার কৌতেরকান্দি এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।
২৫ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তানিয়ার সঙ্গে পরিচয় হয় মাহদী হাসান নামের এক যুবকের। মোবাইল ফোনের পরিচয়ের মাধ্যমে তাদের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক জানাজানি হলে উভয়ের পরিবার আপত্তি জানায়।
এদিকে, তানিয়ার একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কের খবর জানতে পেরে ক্ষুব্ধ হয়ে প্রেমিক মাহদী ২৫ নভেম্বর রাতে, জন্মদিনের কেক নিয়ে তিনি তানিয়ার বাড়িতে আসেন। পরে তানিয়াকে বাথরুমে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করেন। তানিয়ার গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনার পরেরদিন তানিয়ার বাবা মো. আবুল হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ জানান, দ্রুত সময়ের মধ্যে অপরাধী মাহদী হাসানকে আদালতে সোপর্দ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available