• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৩৪:১০ (30-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৬ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৩৪:১০ (30-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

স্বৈরাচারের পতনের সাথে নির্যাতনের অবসান হয়েছে: জামায়াত আমির

৩০ নভেম্বর ২০২৪ সকাল ১১:২২:০৯

স্বৈরাচারের পতনের সাথে নির্যাতনের অবসান হয়েছে: জামায়াত আমির

যশোর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে। স্বৈরাচারের পতনের সাথে সাথে দেশ থেকে সমস্ত জুলুম নির্যাতনের অবসান হয়েছে। এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোন সুদ ঘুষ জাতপাত ধর্মের ব্যবধান থাকবে না।

২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় যশোরের শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার উদ্যোগে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে বিমানযোগে যশোরে আসলে নেতৃবৃন্দ সেখানে শুভেচ্ছা জানান।

উপজেলা জামায়াতের আমির মাওলানা ফারুক হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় পরিষদের সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, বেনাপোল পৌর জামায়াতের আমির মাওলানা রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা ইউছুপ আলী প্রমুখ।

৩০ নভেম্বর সাতক্ষীরায় রুকন ও কর্মী সম্মেলনে যাবার পথে যশোরের চাঁচড়া চৌরাস্তা, ঝিকরগাছা ও নাভারনে পথ সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন। এসময় বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নেতাকর্মী পথসভায় উপস্থিত হলে রীতিমতো জনসভায় রূপ নেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোটগ্রহণ চলছে
৩০ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১৩:৩৪