• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৩৭:৪৬ (30-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৬ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৩৭:৪৬ (30-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামপালে খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৩০ নভেম্বর ২০২৪ সকাল ১১:৪৮:১৫

রামপালে খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে খালেদা জিয়া ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় উজলকুড় ইউনিয়ন কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম।

উজড়কুড় ইউনিয়নের বিএনপির সভাপতি মোল্যা আ. সত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ। কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সর্দার অজিয়ার রহমান, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক আলী আকবার সম্রাট, তরফদার জিল্লুর রহমান, অধ্যক্ষ খালিদ আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামিউল হক, সহকারী অধ্যাপক মুক্তাদির হক, ডা. এনামুল কবির, ডা. কবির হোসেন, মো. লাভলু ফকির, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম, কৃষকদলের সেক্রেটারি এহতেশাম আলম, অ্যাডভোকেট হুমায়ুন কবির, মাজহারুল ইসলাম ইয়ামিন, শামীম হাসান তিতাস, সোহেল রানা। সভার সঞ্চালনা করেন মোল্যা ইসমাইল হোসেন খোকন প্রমুখ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দিনব্যাপী খালেদা জিয়া ফ্রি এ মেডিকেল ক্যাম্পে ১৮ জন অভিজ্ঞ বিভিন্ন ডাক্তারদের মাধ্যমে প্রায় ৫ হাজার রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে ল্যাবওয়ান ডায়াগনস্টিক সেন্টার ও সুন্দরবন ডায়াগনস্টিক সেন্টার পরীক্ষা নিরিক্ষার সার্বিক সহায়তা করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোটগ্রহণ চলছে
৩০ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১৩:৩৪