• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:২৩:৪১ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:২৩:৪১ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

এএসপি ফখরুল ও তার পরিবারের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

৩০ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৮:৪২

এএসপি ফখরুল ও তার পরিবারের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

যশোর প্রতিনিধি: এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

২৯ নভেম্বর শুক্রবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ঝিকরগাছার কাশীপুরে ফখরুলের নিজ গ্রামে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে পুলিশের এএসপি ফখরুল হাসান, তার পিতা মকবুল হোসেন ও বড় ভাই যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইকবাল হোসেনের শাস্তি দাবি করেন।

এসময় তারা বলেন, মুক্তিযোদ্ধা কোঠায় ফখরুল হাসান ৩৭তম বিসিএসএ পুলিশ ক্যাডার ও বোন বেনজির বিউটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠে পরিবারটি। এমনকি নিজ এলাকায় আধিপত্য টিকিয়ে রাখতে যশোরের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী প্রান্ত বাহিনীকে অর্থায়নের অভিযোগও রয়েছে মকবুল-ফখরুল-ইকবালের বিরুদ্ধে। ওই বাহিনী ব্যবহার করে ও পুলিশি দাপট দেখিয়ে মকবুল-ফখরুলরা এলাকায় রামরাজত্ব কায়েম করেছিলেন। শুক্রবার ভুক্তভোগী মানুষ কাশীপুরে মানববন্ধন করে তাদের বিচার দাবি করেন।

এএসপি ফখরুলের অপকর্মের প্রতিবেদন করতে গিয়ে ২০ নভেম্বর সন্ত্রাসী হামলার শিকার হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরিফ খান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ