বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর শনিবার বিকালে ডেমা ইউনিয়ন কাশেমপুর বাজার মাঠে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গাজি আবু বক্করের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, সৈয়দ নাসির উদ্দিন মালেক, হাদিউজ্জামান হিরো, বিএনপি নেতা সাবেক শ্রমিক দলের সভাপতি সর্দার লিয়াকত আলি, সিরাজুল ইসলাম সিরাজ, জেলা মহিলা দলের সভাপতি শাহীদা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, বিএনপি নেতা শেখ আফজাল হোসেন, শহিদুল নকিব, তরফদার নীলুর রহমান, সোহেল তরফদার, শাওন শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সম্প্রতি ডেমা ইউনিয়ন বিএনপির নেতা সজীব তরফদারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি তোলেন সমাবেশে অংশগ্রহণকারীরা। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের লোক দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে।
কিন্তু ফ্যাসিবাদের সমর্থক কিছু দুষ্ট লোক দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বিএনপির নেতাকর্মীরা এই ফাঁদে পা দেবে না। বিএনপির নেতাকর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতে পাশে থাকবে। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে সমতায় আনতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available