• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ দুপুর ১২:০২:১১ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ দুপুর ১২:০২:১১ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিশু সন্তানের ভরণপোষণের অভাবে মায়ের আত্মহত্যা

১ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:৩২:৫৯

শিশু সন্তানের ভরণপোষণের অভাবে মায়ের আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি: শিশু সন্তানের ভরণপোষণ ও পারিবারিক কলহের জেরে মানিকগঞ্জ সদর উপজেলায় আঁখি আক্তার (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

৩০ নভেম্বর শনিবার সকালে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা বড়ইনগর এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আঁখি আক্তার ঘোস্তা বড়ইনগর এলাকার সৌদি প্রবাসী জুয়েল মিয়ার স্ত্রী এবং ১৫ মাস বয়সী এক পুত্র সন্তানের জননী।

নিহতের মামা আল আমিন খান বলেন, প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে আঁখি আক্তারের স্বামী সৌদি আরবে চলে যান। এরপর থেকে আঁখি তার শাশুড়ি, ননদ এবং দেবরের স্ত্রীর মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। বিষয়টি একাধিকবার আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি।

তিনি আরও বলেন, আখির সন্তান জন্মের পর তার স্বামী ভরণপোষণের খরচ বন্ধ করে দেন। এসব ঘটনার জেরে শিশু সন্তানের ভরণপোষণের চিন্তা এবং পারিবারিক কলহের কারণে আঁখি বাড়ির বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) দেব দুলাল জানান, খবর পেয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (ইউডি) দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাজীগঞ্জে ৪ ইটভাটাকে ১৭ লক্ষ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩৬:০৫


সাঘাটায় ফ্রিল্যান্সার সামিট অনুষ্ঠিত
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:০৫:৩২