পিরোজপুর প্রতিনিধি: ইসলামের স্বার্থে আমাদের এক থাকতে হবে ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে মাসলাকের যত পার্থক্য থাকুক না কেন দিন শেষে আমাদেরকে জাতির স্বার্থে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ব্যাপারে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন করলে চলবে না।
৩০ নভেম্বর শনিবার পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. সামছুল আলম এ কথা বলেন। সকাল ৯টায় টগড়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহিল মাহমুদের সভাপতিত্বে ফাজিল ও কামিল মাদ্রাসা অধ্যক্ষদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ড. সামছুল আলম শিক্ষকদের দক্ষতা যোগ্যতার বিষয়ে জোর দিতে গিয়ে বলেন, সকল শিক্ষককে ছাত্র-ছাত্রীরা সমানভাবে মেনে নেয় না। কোন কোন শিক্ষকের ক্লাশ করার জন্য ছাত্র-ছাত্রীরা অনেক দূর থেকে ছুটে আসে, আবার অনেক শিক্ষকের ক্লাসে ছাত্র-ছাত্রী উপস্থিত থাকে না। ছাত্র-ছাত্রীদের ভালোবাসা অর্জন অনেক বড় ব্যাপার, এটা অনেক বড় এক সম্মানের ব্যাপার।
তিনি ৫ আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপট নিয়ে বলেন, আমরা বর্তমান ছাত্র-ছাত্রীদের প্রতি হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু আন্দোলন পরবর্তী আমাদের চিন্তা বদলে গিয়েছে। এই ছাত্র-ছাত্রীদের দিয়েই যে দেশ গড়া যাবে সেই ব্যাপারে আমরা আশাবাদী হয়ে উঠেছি।
তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, আমরা কোনো দুর্নীতি করব না। আমরা শুধু চাকরি করি না আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশ এবং জাতির জন্য ভালো কাজ করে যেতে পারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহমুদ বিন সাঈদ, প্রফেসর জিয়াউর রহমান, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
এছাড়াও বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মুহাম্মদ ফরিদ আহমেদ, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা ওমর ফারুকসহ মঞ্চে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সদস্য সচিব মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।
প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, এটি আমাদের তৃতীয় মতবিনিময় সভা। ইতিপূর্বে আমরা আরও দুটি মতবিনিময় সভা করেছি।
প্রফেসর মাহমুদ বিন সাঈদ বলেন, শিক্ষকগণ বেতন ভাতা অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করার আবেদন জানান, মাদ্রাসায় ছাত্র ভর্তি হয় না সেই অভিযোগ করেন। কিন্তু শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য গবেষণামূলক শিক্ষা দান করেন না। শিক্ষকদের এমনভাবে শিক্ষা দিতে হবে যেন ছাত্ররা গবেষক হয়ে গড়ে ওঠে, তাহলেই প্রতিষ্ঠানে ছাত্র পাবেন।
অনুষ্ঠানে আগত বিভিন্ন মাদ্রাসা অধ্যক্ষগণ মাদ্রাসা শিক্ষার বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরেন। তারা পিরোজপুর সদরের একটি কামিল মাদ্রাসা, ছাত্র-ছাত্রীদের পরীক্ষার পরে দ্রুত সার্টিফিকেট প্রাপ্তি, চাকরি ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের যাতে বৈষম্য শিকার হতে না হয় সেগুলো দূরীকরণ, খাতা দেখার পরে দুই বছর পরে সম্মানী পাওয়ার ভোগান্তি, অধ্যক্ষকে প্রতিষ্ঠার পরিচালনায় নিয়োগসহ বিভিন্ন কাজে সভাপতির দুর্নীতি মুখ বুঝে সহ্য করতে হয় এসব সমস্যা দূর করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available