গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ এলাকায় বাসের ধাক্কায় এক কারখানার নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাইলবাড়ীয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের ফকির চাঁদ মালিতার ছেলে মুন্নাফ মালিতা (৫২)।
এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আজমেরী গ্লোরি পরিবহনের চারটি বাসে অগ্নিসংযোগ করেন উত্তেজিত শ্রমিক জনতা। ৩০ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় এ ঘটনা ঘটে।
শ্রমিক, পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর তারগাছ এলাকার অনন্ত ক্যাজুয়াল নামে একটি কারখানার নিরাপত্তা কর্মী বাসের ধাক্কায় নিহত হন। নিহত নিরাপত্তা কর্মী ওই কারখানায় ৪ বছর ধরে কর্মরত। এ ঘটনায় কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করেন।
এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা আজমেরী গ্লোরি পরিবহনের চারটি বাসে অগ্নিসংযোগ করেন। এছাড়া আরও বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয় বলেও জানান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে শ্রমিকরা তাদের বাঁধা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে রাত ১০টায় দীর্ঘ তিনঘণ্টা পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, সড়কে নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায়, উত্তেজিত শ্রমিকরা কিছু যানবাহন ভাঙচুর করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। এছাড়া চারটি বাসে অগ্নিসংযোগ করেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। রাত ১০টার দিকে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available