নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় আত্রাই নদীর তীরবর্তী সরকারি জমি ভূমিকর (ডিসিআর) নিয়ে চাষাবাদ করতো ভূমিহীনরা। সম্প্রতি ওই জমি ভূমিদস্যুরা জবর দখল করার চেষ্টা করে ফসল নষ্ট করেছে। এরই প্রতিবাদে মান্দায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেছে উত্তর ও দক্ষিণ চকবালু গ্রামের ভূমিহীন পরিবাররা।
৩০ নভেম্বর শনিবার বিকেলে উত্তর চকবালু গ্রামের ওই জমিতে মানববন্ধন করেন তারা। উত্তর চকবালু গ্রামের সচেতন কৃষক মনছুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কৃষক দেলশাদ, ভূমহীন সাইফুল ইসলাম, জালাল হোসেন, মকবুল হোসেনসহ অন্যরা।
জানা যায়, মান্দা উপজেলার কশব ইউনিয়নে আত্রাই নদীর তীরবর্তী সরকারি জমি ডিসিআর কেটে দীর্ঘ বছর থেকে ৯ একর জমি ৫৪ জন স্থানীয় ভূমিহীনরা চাষাবাদ করে আসছিল। যেখানে ধান ও রবিশস্য চাষাবাদ হতো। যা থেকে তাদের জীবন জীবিকা চলতো। কিন্তু সম্প্রতি ওই সব জমি স্থানীয় জাহাঙ্গীর, ভুট্টু, ওহেদ আলী, গোলাম হোসেন, আমিনুল ইসলাম, এনামুলসহ অনেকে দখল করার চেষ্টা করছে। অভিযুক্তরা সকলে দক্ষিণ চকবালু গ্রামের বাসিন্দা। কয়েকজন ভূমিদস্যু জবর দখলের চেষ্টা করে রোপিত সরিষাসহ অন্যান্য ফসল নষ্ট করে। এমনকি জমি থেকে সরে যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ভূমিহীনরা। প্রশাসনের নিকট যাচাই-বাছাই করে প্রকৃত ভূমিহীনরা যেন ওইসব জমিতে চাষাবাদ করতে পারে এমন দাবি জানানো হয়।
ভূমিহীন সাইফুল ইসলাম বলেন, ‘গত ৩ বছর থেকে ৩৩ শতাংশ জমিতে চাষাবাদ করে আসছি। গত কয়েকদিন থেকে এলাকার ভূমিদস্যুরা জমিতে না নামার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। অনেকের ফসলাদি নষ্ট করে ফেলেছে। ওই জমিতে চাষাবাদ করে ফসল ফলানো এবং কৃষি কাজ করে জীবন জীবিকা চলতো। জমিটা না থাকলে কষ্টের মধ্যে পড়তে হবে। প্রশাসনের কাছে দাবি তদন্ত পূর্বক সুষ্ঠুভাবে ভূমিহীনদের মাঝে বণ্টন করে দেয়া হোক।’
ভূমিহীন জালাল বলেন, ‘দীর্ঘ বছর থেকে ৫০ শতাংশ জমিতে চাষাবাদ করে আসছি। এযাবৎ কোনো সমস্যা হয়নি। আমন ধান কাটার পর গত শনিবার ওই জমিতে সরিষা লাগানো হয়। এ সময় ভূমিদস্যুরা এসে খেতে ফুটবল খেলে গজানো গাছ নষ্ট করে দেয়। এতে সব মিলিয়ে ৫-৬ হাজার টাকা নষ্ট হয়েছে।
সচেতন কৃষক মনছুর রহমান বলেন, ‘সরকারের এসব জমি ভূমিকর (ডিসিআর) দিয়ে ভূমিহীনরা চাষাবাদ করে আসছিল। বেশ কয়েক বছর থেকে ডিসিআর কাটা বন্ধ রয়েছে। তারপরও তারা চাষাবাদ করছিল। ওই সব জমি অন্যরা দখলে নেয়ার চেষ্টা করছে। তবে ভূমিহীনরা এসব জমি পেলে চাষাবাদ করে পরিবার নিয়ে খেতে পারতো। ভূমিহীনদের জমি ভোগদখল দেয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’
তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available