খোকসা (কুষ্টিয়া)প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে আটক করেছে পুলিশ। ৩০ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শোমসপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, হিজলাবট এলাকার (আদর্শগ্রাম) মো. নজরুল ইসলামের ছেলে তাসলিম শেখ (২৮), খোকসা চরপাড়ার মো. ইসলাম আলী শেখের ছেলে মো. বিল্লাল শেখ (৪০), দেবিনগরের মো. মজনু শেখের ছেলে মো. রোকন শেখ (২৬)।
খোকসা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানাধীন শোমসপুর গ্রামে জনৈক আনোয়ার আলীর (কুষ্টিয়ার সাবেক পৌর মেয়র) লিচু বাগানে ১১/১২ জন ডাকাত অস্ত্রসহ ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খোকসা চরপাড়া গ্রামের মৃত তেছেম আলী মন্ডলের ছেলে মো. সিরাজুল ইসলামকে (৪২) আটক করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available