স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সাংসদ নুরুল ইসলাম সুজনকে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যার মামলায় আদালতে হাজির করা হয়। মামলার শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত। ১ ডিসেম্বর রোববার সকাল ১০টায় পঞ্চগড়ের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হয়।
গুম ও হত্যার শিকার আল আমিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেন। মামলার শুনানি বাদী পক্ষের পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি, গভর্নমেন্ট প্রসিকিউটর (জিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ আদালতের এপিপিবৃন্দ এবং আসামি পক্ষের সাবেক পিপি এ্যাড. আমিনুল ইসলাম, এ্যাড. মির্জা সারোয়ার হোসেন, এ্যাড. আলী আসমান বিপুল প্রমুখ অংশগ্রহণ করেন।
এর আগে, গত ৩০ নভেম্বর শনিবার রাতে সাবেক এই রেলমন্ত্রীকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় পঞ্চগড় আদালতে নিয়ে আসা হয়।
আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, সাবেক এই রেলমন্ত্রীর বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ এনে মামলা করা হয়েছে। মামলার এজহারে বলা হয়েছে বাদীর ছেলেকে নাকি সাবেক এই মন্ত্রীর হুকুমে মারধর করা হয়েছে। পরে তাকে নাকি আর পাওয়া যাচ্ছে না। আমরা আদালতে বলেছি যেহেতু ভিকটিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেহেতু কোনো ভাবেই ৩০২ ধারা হতে পারে না। আমরা জামিন আবেদন করেছিলাম। আদালত না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন। তবে আদালত তাকে জেলকোর্ট অনুযায়ী ডিভিশন দিয়েছেন।
বাদী পক্ষের জেলা ও দায়রা জজ আদালতের পিপি আদম সুফী বলেন, ছাত্র জনতার আন্দোলনে দেশে শান্তি ফিরে এসেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধাকে গুম করে হত্যা করা হয়েছে। সাবেক এই রেলমন্ত্রীর নির্দেশে মামলার অন্য আসামীরা আল আমিনকে হত্যা করেন। আমরা জামিনের বিরোধিতা করেছি। একই সাথে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available