• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ দুপুর ০২:৫৯:১৪ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ দুপুর ০২:৫৯:১৪ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেশের ক্রান্তিলগ্নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডিআইজি আলমগীর

২ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:৫০:২৭

দেশের ক্রান্তিলগ্নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডিআইজি আলমগীর

নওগাঁ প্রতিনিধি: দেশের ক্রান্তিলগ্নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান।

১ ডিসেম্বর রোববার বিকেলে নওগাঁ পুলিশ লাইন্স মাঠে সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই এক হয়ে পুলিশকে সহযোগিতা করলে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণ হবে।

ডিআইজি আলমগীর বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা ফিরে এসেছে সেটি ধরে রাখতে হবে। নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, এ রেঞ্জের পুলিশ সদস্যদের আর ভয়ের কারণ নেই। পুলিশ আগের মতোই আছে। পুলিশ আর ভীত নয়। এখানে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সেনাবাহিনীর পোশাক আলাদা হলেও দেশের স্বার্থে আমরা এক হয়ে কাজ করছি। কাজের ধরনে পরিবর্তন আনতে পারলে জনগণ পুলিশকে সবসময়ই সহযোগিতা করবে।

এর আগে জেলা বিএনপির আহ্বায়ক তার বক্তব্যে সন্ত্রাসী ও চাঁদাবাজিতে জড়িতরা যেই দলেরই হোক না কেন সেটি বিবেচনায় না নিয়ে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নওগাঁ পুলিশ সুপার কুতুব উদ্দিনের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আব্দুর রাকিব, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম, নওগাঁ জেলা জজ কোর্টের পিপি এজেডএম রফিকুল ইসলাম, সাম্প্রদায়িক সম্প্রীতি ছাত্র ও যুব জনতা ঐক্য পরিষদের আহবায়ক ইমরুল আখিয়ার পরাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন ও রিয়াদুস সালেহীন প্রমুখ বক্তব্য রাখেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৫৮:২২






ই-ক্লাবের নতুন সভাপতি অন্তু করিম, সম্পাদক জিসান
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:০৪:৩০


আইএলওর মানদণ্ডে উন্নীত হচ্ছে শ্রম আইন: ড. ইউনূস 
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৩১:২১

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:১৯:৩১