সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৬ হাজার ৪৪০ কেজি ভারতীয় আপেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
২ ডিসেম্বর সোমবার ভোরে উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর মসজিদ মার্কেটের সামন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার সুরমা ইউনিয়নের জিয়াপুর গ্রামের হানিফ আলী ছেলে ফারুক মিয়া (২১), বোগলা ইউনিয়নের সেলিম মিয়ার ছেলে সাব্বির হোসেন (১৯) ও কাভার্ডভ্যান চালক গাজীপুর জেলার সিংদিঘী গ্রামের জয়নাল মিয়া ছেলে আবু হানিফ (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। তিনি জানান, আটক ৩ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available