জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ পৌরসভাধীন দীঘলবাড়ি-বনবাড়ি এলাকায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ডিসেম্বর সোমবার ভোরে পৌরসভা ২নং ওয়ার্ডে বনবাড়ি তেঁতুলতলায় ধান ক্ষেতে থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে একজন পুরুষের মরদেহ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে ছিল জ্যাকেট ও জিন্স প্যান্ট।
মেলান্দহ থানার ওসি মো. মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available