• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ বিকাল ০৪:১১:৫৬ (26-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ বিকাল ০৪:১১:৫৬ (26-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, ইউপি সদস্যকে মারধর

২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩১:৩৮

লালপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, ইউপি সদস্যকে মারধর

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে শম্পা খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এঘটনার জেরে হাফিজুর রহমান নামে এক ইউপি সদস্যকে মারধর করেছে ওই গৃহবধূর স্বজনরা।

২ ডিসেম্বর সোমবার উপজেলার দুড়দুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শম্পা ওই গ্রামের সুমন আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার রাত ১০টার দিকে পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিলে বাড়ির লোকজন জানতে পেরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে আজ (সোমবার) বেলা ১২টার দিকে ওই ঘটনার জেরে শালিশকে কেন্দ্র করে ওই এলাকার ইউপি সদস্য হাফিজুর রহমানকে শম্পার স্বজনরা ক্ষিপ্ত হয়ে উপজেলার ঠাকুরমোড়ে পথরোধ করে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর মারধরের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










রাঙামাটিতে ইয়াবাসহ আটক যুবকের এক বছরের জেল
২৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:০৫:৩৯