সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৬ জনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। এদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ ডিসেম্বর সোমবার হামলার শিকার এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় শিমরাইল টেকপাড়ার চান্দু মাধবরের অর্ধশত লোক নিয়ে আশাবুদ্দিন ও তার পরিবারের ওপর এ হামলার ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- আশাবুদ্দিন (৫৫), তার স্ত্রী লিলি বেগম, (৫০), ছেলে নাঈম (৩৪), নাজমুল (৩২), ইমু (৩০), রোমান হোসেন (২৪)। এর মধ্যে লিলি বেগম চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে স্থানীয় সুগন্ধা হাসপাতালে অবস্থায় মারা যায়।
রোববার সকালে আশাবুদ্দিন ওই জমিতে গেলে প্রতিপক্ষ চাম্দু মাধবরের নেতৃত্বে ৩০-৪০ জন বহিরাগত লোক নিয়ে আশাবুদ্দিন ও তার পরিবারের ওপর হামলা চালায়৷ এ সময় পিটিয়ে ও কুপিয়ে ৬ জনকে গুরুতর আহত করে৷ এ বিষয়ে জানতে চাইলে ওসি আল মামুন বলেন, জনতা আটক করে পুলিশে দিয়েছিল, ওই নারী কীভাবে মারা গেছে তা জানি না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available