• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৯:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৯:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা: গ্রেফতার ৪

২৪ এপ্রিল ২০২৩ দুপুর ০২:৫৭:৪০

বীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা: গ্রেফতার ৪

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর বীরগঞ্জ পৌরসভা এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাব্বির হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতার আসামিরা হলেন- শরীফ (২৮), শ‌রিফুল (২২), জা‌মিল (২২) ও শ‌হিদুল ইসলাম (৫৫)। আসামিগণের বাসা উপজেলার জগদল গ্রামে।

গত ২২ এপ্রিল শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মোঃ খোদাদাদ হোসেন সুমনের নেতৃত্বে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকারের দিক‌-নি‌র্দেশনায় এস আই রা‌জেকুল, এস আই সজল, মাহফুজার ও স্বর্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বীরগঞ্জ পৌরসভা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে আসামীদের সহিত বাদীর ও বাদীর পরিবারের লোকজনদের শত্রুতা চলে আসছিলো। পূর্ব শত্রুতার জেরে আসামীরা বাদীর ভাই সাব্বির হোসেনকে ও বাদীর পরিবারের লোকজনদেরকে বিভিন্ন সময় হুমকি দেয়, তারা বাদীর ভাই সাব্বির হোসেনকে হোক বা বাদীর পরিবারের যেকোন লোককে দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় করে দেবে।

এর প্রেক্ষিতে গত ২০ এপ্রিল দুপুর ২টায় আসামী ও বাদী পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাব্বির ও এনামুল গুরুতর আহত হয়। পরিবারের ও এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সাব্বিরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ এপ্রিল সোয়া ৬টায় সাব্বির মৃত্যুবরণ করে।

এ হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি মামলা হয়। যার এফআইআর নং-২৭, জি আর নং-১০৬।

বাকি চারজন আসামী পলাতক রয়েছে। পলাতক আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫