রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য শান্তি চুক্তির ২৭তম দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে স্থানীয় বিভিন্ন সংগঠনের পাশাপাশি নিরাপত্তাবাহিনীও নানান আয়োজনে পালন করেছে। ২ ডিসেম্বর সোমবার ২৭তম শান্তিচুক্তি সাক্ষর দিবস উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি ক্যাম্পেইন কর্মসূচি পালন করে বরকল উপজেলান ছোট হরিণা ১২ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
দিবসটি পালনে ছোট হরিণার অধীন পাহাড়ি গ্রামগুলোর হতদরিদ্র ৩৮ জন বাছাইকরা রোগীকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আওতায় প্রয়োজনীয় চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ক্যাম্পেইনে আগত গ্রামবাসীদের আপ্যায়নের পাশাপাশি তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন বিজিবির কর্মকর্তাগণ। সীমান্তে দেশের অখণ্ডতা রক্ষার পাশাপাশি স্থানীয় জনসাধারণের সার্বিক জীবনমানোন্নয়নে বিজিবি কর্তৃপক্ষের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছে স্থানীয়রা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available