ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: উচ্চ ফলনশীল আগাম জাতের ইস্পাহানি নওগাঁ-১ খিরা চাষ করে কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের চার বন্ধু বাজিমাত করেছেন। রায়টুটি ইউনিয়নের উত্তর হাওরে দুই একর জমিতে দুই লক্ষ টাকা খরচ করে খিরা চাষ করেন চার বন্ধু শাহ আলম, জাহিম, বোরহান এবং হবুল মিয়া।
এবার আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে তাদের জমিতে। বাজারের চাহিদা এবং চড়া দাম পাওয়ায় ইতোমধ্যে চার দফায় ছয় লক্ষ টাকার খিরা বিক্রি করেছেন চার বন্ধু। আরও এক লক্ষ টাকার মতো খিরা বিক্রি করার আশা তাদের। বাম্পার ফলনে কৃষকদের মাঝে বাড়ছে খিরা চাষে আগ্রহ।
কৃষক শাহ আলম ও তার বন্ধুরা জানান, ধান চাষের পাশাপাশি এই বছর ৭০ হাজার টাকায় দুই একর জমি লিজ নিয়ে আগাম জাতের খিরা চাষ করি। আল্লাহর রহমতে বাম্পার ফলন হয়েছে। দুই একর জমিতে মোট দুই লক্ষ টাকার মতো খরচ হয়েছে। ইতোমধ্যে ছয় লক্ষ টাকার খিরা বিক্রি করেছি। আরও এক লক্ষ টাকার খিরা বিক্রি করতে পারবো। জমি থেকেই পাইকারি ৩০-৩৪ টাকা কেজিতে খিরা বিক্রি করতে পেরেছি যার ফলে আশা করছি খরচ বাদ দিয়েও প্রায় চার লক্ষ টাকার উপরে লাভ হবে। এছাড়াও কিছুদিন পর এই জমিতে বোরো ধান রোপণ করবো। তারা আরও জানান, সরকারি সহযোগিতা পেলে আগামী বছর এরচেয়েও বেশি জমিতে আগাম জাতের খিরা চাষ করবেন।
রায়টুটি ইউনিয়নের কৃষক সুলতান মিয়া বলেন, এই বছর খিরার বাম্পার ফলন হয়েছে। চার বন্ধুর খিরা চাষের সফলতা দেখে আমিও আগামী বছর ধানের পাশাপাশি খিরা চাষ করবো। একই সাথে একাধিক ফসল ফলন হওয়ায় আমাদের অধিক লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
খিরা আড়তদার কামাল হোসেন বলেন, এই বছর হাওরে আগাম জাতের বাম্পার খিরা ফলন হয়েছে। আমরা চাষীদের কাছ থেকে খিরা কিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছি। দাম নিয়ে চাষিদের কোনো অভিযোগ নেই।
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী খান এহসানুল হক বলেন, ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের হাওরে আগাম সবজির মধ্যে ৭ হেক্টর জমিতে আগাম জাতের খিরা চাষ হয়েছে। খিরা চাষিদের সার্বিকভাবে সহযোগিতাসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। খিরার বাম্পার ফলনের চাষিরা খুশি। আগামী বছর এরচেয়েও উন্নত জাতের খিরার বীজের ব্যবস্থা করে দেওয়ার জন্য কৃষি অফিস চেষ্টা করবে। কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন হাওরে প্রায় ৯ হেক্টর জমিতে আগাম জাতের খিরা চাষ হয়েছে।
কৃষি অফিসার কৃষিবিদ উজ্জ্বল শাহা জানান, খিরা চাষে কম খরচে অধিক লাভ হওয়ায় হাওরে ধান চাষের পাশাপাশি কৃষকরা খিরা চাষে আগ্রহী হচ্ছেন। কয়েক বছর ধরেই ইটনা উপজেলার বিভিন্ন হাওরের উঁচু জমিতে ধানের পাশাপাশি খিরা চাষ করছে কৃষকরা। আগাম জাতের খিরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে, এতে চাষিরা অনেক খুশি। আগামী বছর খিরা চাষ বৃদ্ধির হওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available