• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩১ রাত ০৩:৫৭:৫৪ (07-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩১ রাত ০৩:৫৭:৫৪ (07-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জ জেলায় বিএনপি নেতাকর্মীদের ৪৫০ মামলা নিষ্পত্তির পথে

৩ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪০:১৬

নারায়ণগঞ্জ জেলায় বিএনপি নেতাকর্মীদের ৪৫০ মামলা নিষ্পত্তির পথে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: দীর্ঘ ১৭ বছর ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকলেও রাজপথের আন্দোলনে সরব ছিল বিএনপি। নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের প্রায় ৪৫০ মামলা নিষ্পত্তির হওয়ার পর্যায়ে। একই সঙ্গে আরও অন্তত ৪ শতাধিক মামলা রয়েছে নিষ্পত্তির আবেদনে।

২ ডিসেম্বর সোমবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান ও জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘ সময় বিএনপি নেতাকর্মীদের এসব মামলা নিয়ে কাজ করেছেন অ্যাড. সাখাওয়াত হোসেন খান। আদালতে বিএনপি নেতাকর্মীদের নিয়মিত জামিনের আবেদন ও আইনি লড়াই চালানোয় আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের আইনজীবীদের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন তিনি।

অ্যাড. সাখাওয়াত হোসেন খান জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জেলাজুড়ে প্রায় ১৫০টি মামলা করা হয়। এসব মামলার প্রতিটিই ছিল মিথ্যা ও গায়েবি মামলা। এসব মামলা নিষ্পত্তির লক্ষে এফআরটি দেওয়া হচ্ছে। ফলে এসব মামলা নিষ্পত্তি হচ্ছে। ৫ আগস্টের আগে আন্দোলনের সময় ১৯ দিনে সে সময়ের অবৈধ সরকার শুধুমাত্র বিএনপিকে টার্গেট করে জেলাজুড়ে ৭৫টি মামলা করে। এসব মামলা প্রত্যাহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, ২শ’ এর মতো মামলা আমরা শুনানি করে শেষ করেছি। বাকি যেসব মামলার অভিযোগপত্র হয়নি এসব মামলা প্রত্যাহারের জন্য আমরা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর দরখাস্ত করেছি। আমিসহ বিভিন্ন থানা থেকে প্রায় ৪শ’ এর মতো মামলা নিষ্পত্তির জন্য দরখাস্ত দেওয়া হয়েছে। এসব দরখাস্ত একটি কমিটি করে যাচাই বাছাই করে দেখা হবে এগুলো রাজনৈতিক মামলা কিনা। রাজনৈতিক মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে।

জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক জানান, এরই মধ্যে এ আবেদনগুলোর পাবলিক প্রসিকিউটরের (পিপি) কাছে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত সরকার থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে। আমি সভাপতি ও এসপি, পিপি আছে কমিটিতে। এখন পর্যন্ত আমরা সুপারিশ করিনি। শুধু বিএনপি নয়, আওয়ামী লীগের আমলে যতগুলো বিরোধী দলের আবেদন হয়েছে, এগুলো যাচাই বাছাই করে কমিটি সুপারিশ করবে। দ্রুতই কমিটি এ ব্যাপারে সুপারিশ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ