রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর থানার স্লুইসগেট এলাকা থেকে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টায় রাজিবপুর উপজেলার স্লুইসগেট নামক এলাকায় মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার চেংটাপাড়া গ্রামের বাসিন্দা নুরুল হকের ছেলে হানিফ মিয়া ও ইউনুস আলীর ছেলে রোকনুজ্জামান।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, রাজিবপুর থানা পুলিশের একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ হাজার ১০০ পিস ইয়াবা ও দুই মাদক সম্রাটসহ একটি বড় চালান আটক করে। তাদেরকে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available