মোঃ ফজলুল হক, জেলা সংবাদদাতা (পাবনা): মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় তার নিজ জেলা পাবনায় দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে।
২৪ এপ্রিল সোমবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বড় পর্দায় রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হয়। টিভির পর্দায় শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ চলে। পরে একটি আনন্দ মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- নাট্য ব্যক্তিত্ব আব্দুল হান্নান শেলী, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, প্রবীণ আওয়ামী লীগ নেতা বিজয় ভূষণ রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ প্রমুখ।
নতুন রাষ্ট্রপতির কাছে পাবনাবাসীর প্রত্যাশা তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ভূমিকা রাখবেন। পাশাপাশি তার নিজ জেলা পাবনার আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখবেন।
নাট্য ব্যক্তিত্ব আব্দুল হান্নান শেলী বলেন, নতুন রাষ্ট্রপতি পাবনার কৃতি সন্তান হলেও এখন তিনি সারাদেশের। তারপরও তার কাছে পাবনাবাসীর অনেক প্রত্যাশা। আমরা চাই পাবনার নতুন রেললাইনকে ঢাকার সঙ্গে যুক্ত করে দু’টি ট্রেন চালু করবেন তিনি। একই সঙ্গে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, তিনি যেখানে পড়াশোনা করেছেন সেই সরকারি অ্যাওয়ার্ড কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও আর এম একাডেমিকে সরকারিকরণ করার দাবি থাকবে তার কাছে আমাদের।
জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, পাবনার রাজনীতি অঙ্গনে তিনি একজন মহাপুরুষ। তিনি রাজনীতিতে কারো কাছে মাথা নত করেন নাই। তিনি কখনও আপোষ করেননি। আমরা আশা করি নতুন রাষ্ট্রপতির ইমেজ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা পাবনার ৫টি আসনে জয়লাভ করবো।
প্রবীণ আওয়ামী লীগ নেতা বিজয় ভূষণ রায় বলেন, বঙ্গবন্ধুর যে শোষণমুক্ত সমাজ ব্যবস্থার কথা বলে গেছেন, সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে নতুন রাষ্ট্রপতি কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, রাষ্ট্রপতিকে ঘিরে নতুন একটা আশার সঞ্চার হয়েছে। আশা করি তার মাধ্যমে আমরা পাবনার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available