পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারে অভিযান চালিয়ে ধারালো চাকুসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ৩ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডস্থ ঈদগাঁ ময়দান সংলগ্ন তিন রাস্তার মোড় হতে ৪টি বিভিন্ন ধরনের ধারালো ছুরি এবং ছিনতাই কাজে ব্যবহৃত ১টি টমটম অটোরিকশাসহ ৫ জন ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
আটকরা হলেন, কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকার আলী হোসেনের ছেলে মো. সাহেদ হোসেন (১৮), একই এলাকার নুর নবীর ছেলে মো. রহিম (১৯), মোক্তার আহমদের ছেলে মো. রাকিব (১৯), চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের হাসপাড়া এলাকার নুর নবীর ছেলে শহিদ হোসাইন (২৫) ও মহেশখালী উপজেলার কুতুবজোম চরপাড়া এলাকার নবাব সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুর রহিম (১৯)।
কক্সবাজার পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available