নারায়ণগঞ্জ প্রতিনিধি: ভারতের ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।
৩ ডিসেম্বর মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক হয়ে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে।
মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীবের নেতৃত্বে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে নানা স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাজীব বলেন, শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন। বাংলাদেশের মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে। ভারতের এত জ্বলে তার কারণ একটাই, শেখ হাসিনা থাকাকালে যা ইচ্ছা তা চুক্তি করে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখছিল ভারত। শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের সে স্বপ্ন ভেঙে গেছে। ভারতে আমাদের পতাকা অসম্মান করা হয়েছে। এছাড়া আমাদের সহকারী হাইকমিশনে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
এ নেতা আরও বলেন, তারা এখন চেষ্টা করছে বিভিন্নভাবে উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের দুর্বল করতে। যারা এ চিন্তা করছে, তাদের প্রতি আমার অনুরোধ, কোনো লাভ হবে না। আপনারাও স্বপ্ন দেখেছিলেন কেয়ামত পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন। একটা কথা জেনে রাখুন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available