রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় জুলহাস হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান।
২৪ এপ্রিল সোমবার তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তাদের সাথে ছিলেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, উপজেলা নির্বাহী মো: আজগর হোসেন, ওসি মো: আজিজুর রহমান, এসিল্যান্ড শফিকুল ইসলামসহ জেলা উপজেলার উচ্চ পদস্থ কর্মকর্তাগণ।
জুলহাস হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত জুলহাসের স্বজনদের সুষ্ঠ বিচারের আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসকসহ পুলিশ সুপার।
জানা যায়, গোপীনাথপুর এলাকার জালাল মিয়া এলাকায় ককটেল ফুটিয়ে প্রায়ই আতঙ্ক সৃষ্টি করে। ঈদের দিন বীরগাঁও পূর্বপাড়ার মোস্তফার মুরগী ফার্মে নিকট এসে ককটেল ফুটায় জালাল ও তার দলবল। এতে মুরগীর ক্ষতি হবে বলে ফার্মের মালিক বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে জালাল ও তার দলবল মোস্তফার উপর হামলা চালানোর চেষ্টা করে। পরে বিষয়টি এক পর্যায়ে আপোষ মিমাংসা করে দেয় স্থানীয়রা। আপোষ মিমাংসা করে দেওয়ার পরেও জালাল ও তার দলবল নিয়ে যারাই আপোষ মিমাংসা করে দেন, তাদের উপর অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ৬/৭জন গুলি বিদ্ধ হন।
পরে তাদের নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জুলহাস মিয়া (২৮) নামে একজনে মৃত্যু হয়। বাকীদের ৩জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available