• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৯:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৯:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা

২৫ এপ্রিল ২০২৩ সকাল ০৯:৫১:৩২

রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা

এম খায়রুল ইসলাম পলাশ, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২৪ এপ্রিল সোমবার রাত সাড়ে ৭ টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশকে মাদকের তথ্য দেয়ায় সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেনকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে এমন অভিযোগ করেছে নিহতের পরিবার। নিহত সাবেক ইউপি সদস্য আব্দুর রব ওই এলাকার মৃত মফেজ হাওলাদারের ছেলে এবং বেলায়েত ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

নিহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, ২১ এপ্রিল শনিবার বিকেলে স্থানীয় খাদেমের ছেলে রাজনের সাথে মাদক রয়েছে এমন সন্দেহে রাজাপুর থানা পুলিশ তাকে তল্লাশি করে ছেড়ে দেয়। এরপরে পুলিশ চলে যাবার পর ওই এলাকার মসজিদ সংলগ্নে রাজন, সজল, খাদেমসহ ৮ থেকে ১০ জন লোক তাদের দাড়ালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজনে এসে তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায়  আসাদ, মিজান, সজল ও শাজাহান নামের চারজনকে আটক করেছে পুলিশ।

ঝালকাঠি পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানায়, আধিপাত্য বিস্তার ও জমি সংত্রুান্ত বিরোধের জেরে এ খুন সংঘঠিত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণ করা হচ্ছে। এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০