• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:০১:৪১ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:০১:৪১ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

রাস্তায় দাঁড়িয়ে হেলমেট পরিহিতদের শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার

৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৯:৩৪

রাস্তায় দাঁড়িয়ে হেলমেট পরিহিতদের শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে রাস্তায় দাঁড়িয়ে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার তরিকুল ইসলাম। ৪ ডিসেম্বর বুধবার সকালে জেলা পুলিশ ট্র্যাফিক বিভাগের আয়োজনে শহরের বাসস্ট্যান্ড এলাকার ঢাকা বুড়িমারী মহা সড়কের পুলিশ ট্র্যাফিক বক্সের সামনে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ সুপার তরিকুল ইসলাম সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতা মূলক প্রচারণা করে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানান ও  হেলমেট না পড়া আরোহীদের হেলমেট পরিহিত করেন।

পুলিশ সুপার বলেন, মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় গাড়ির কাগজপত্র সাথে রাখার ও হেলমেট পরিধান করে গাড়ি চালানোর আহ্বান করেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই গাড়ি অধিক গতিতে না চালিয়ে ট্র্যাফিক আইন মেনে ও হেলমেট পড়ে গাড়ি চালালে সুরক্ষিত থাকা যায়। প্রত্যেক মোটরসাইকেল চালকের হেলমেট পরিধান করতে হবে।

ট্র্যাফিক সচেতনতামূলক প্রচারণায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাদের, ডিবি অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, ট্র্যাফিক অফিসার ইনচার্জ মনির ইসলাম, ট্র্যাফিক পরিদর্শক আশিষ কুমার পাল, ট্র্যাফিক সার্জেন্ট মোহাসিন ইসলামসহ ট্র্যাফিক পুলিশ সদস্যগণ ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা। হেলমেট বিতরণ ও ট্র্যাফিক সচেতনতামূলক প্রচারণা চলমান আছে ও থাকবে বলে জানান জেলা ট্রাফিকের ইনচার্জ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০