লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সাংবাদিকদের হেনস্তাকারী জেলা রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবুর শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
৪ ডিসেম্বর বুধবার দুপুরে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজারের মূলফটকের সামনে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা।
সাংবাদিকরা জানান, রেলওয়ের অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত গত ১৯ নভেম্বর রংপুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রশিদে অর্থ আদায় করে তছরুপ করেন। এমন একটি ভিডিও যাত্রীরা ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন। ওই বিষয়ে বক্তব্য জানতে গত ১ ডিসেম্বর ঢাকাপোস্টের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপনসহ ৩ জন সাংবাদিক লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবুর কার্যালয়ে যান। এ সময় ওই কর্মকর্তা ক্ষেপে উঠে সাংবাদিকদের হেনস্তা করে কক্ষ থেকে বের করে দেন।
এ ঘটনায় নিজের দায় এড়াতে যাত্রীদের কাছ থেকে আদায় করা অর্থ তছরুপ করার দায়ে দুই অ্যাটেনডেন্টকে সাময়িক বরখাস্ত ও শোকজন করেন তাসরুজ্জামান বাবু। তবে সাংবাদিকদের হেনস্তা করা কর্মকর্তা তাসরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ফুঁসে উঠে জেলার সাংবাদিকরা। ওই কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন করেন সাংবাদিকরা।
সিনিয়র সাংবাদিক গোকুল রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, যমুনা টিভির প্রতিনিধি আনিচুর রহমান লাডলা, বৈশাখী টিভির তৌহিদুল ইসলাম লিটন, আদিতমারী প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন, কালীগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক তিতাস আলম, হাতীবান্ধা প্রেসক্লাবের সম্পাদক নুরল হক, মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি খোরশেদ আলম সাগর, ডেইলি অবজারভার ও মাই টিভির প্রতিনিধি মাহফুজ সাজু, হেনস্থার শিকার তিন সাংবাদিকসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available