খুলনা ব্যুরো: বাংলাদেশে ৪০ শতাংশ নারী কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হন। আইনের প্রয়োগ নিশ্চিত করা গেলে নারী নির্যাতন কমে আসবে। নারী নির্যাতন প্রতিরোধ পরিবার থেকে শুরু করতে হবে। নারী নির্যাতন বন্ধে পুরুষদের আরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত ভাবে নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উপলক্ষ্যে আলোচনাসভায় অতিথিরা এসব কথা বলেন।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামূলক বিশ্বগড়ি’।
মহিলাবিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তাসলিমা আক্তার।
অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন ও রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা এডাবের সভাপতি অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুসহ নারী সংগঠনের প্রতিনিধিরা।
অতিথিরা আরও বলেন, নারীদের পেছনে রেখে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। নারী নির্যাতন দেখলেই তা প্রতিরোধ করতে হবে। ছেলে মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই। নারীদের নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজন। নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক প্রচার বাড়াতে হবে। আমাদের মেয়েদের মেধা ও মনকে গড়ে তুলতে হবে। যার যার জায়গা থেকে কাজ করলে এর সুফল পাওয়া যাবে।
এর আগে খুলনা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available