• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ রাত ০৮:৩১:০২ (26-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ রাত ০৮:৩১:০২ (26-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাগড়াছড়িতে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

৫ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:২৯:৩৫

খাগড়াছড়িতে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের আয়োজনে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার মানববন্ধনের পর একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়।  

গত ২৭ নভেম্বর ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত গোপীনাথ ত্রিপুরাকে ইতোমধ্যেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে, দ্রুত বিচার কার্যক্রম শুরু করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের নেতারা।  

মানববন্ধনে কামিনী পাড়া যুব কল্যাণ সমিতির সভাপতি ও টিএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা, উইমেন রিসোর্স নেটওয়ার্ক জেলা সমন্বয়কারী নমিতা চাকমা, কাবিদাং এর নির্বাহী পরিচালক লালসা চাকমা, টিআইবি-খাগড়াছড়ির কো-অর্ডিনেটর মো. আব্দুর রহমান, উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের প্রতিনিধি পিংকি বড়ুয়া, সাংবাদিক প্রতিনিধি চিংমেপ্রু মারমা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সমিতির প্রতিনিধি নক্ষত্র ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের প্রতিনিধি উক্যনু মারমা প্রমুখ।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, ‘এ ধরনের জঘন্য অপরাধ সমাজে নারীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি হবে।’  

বক্তারা আরও বলেন, ‘এই ঘটনা শুধু একটি নির্দিষ্ট পরিবারকে নয়, পুরো সমাজকে প্রভাবিত করছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে, এমন অপরাধের শিকার কেউ না হয়। এ ঘটনায় বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।’

এই ঘটনায় পুরো খাগড়াছড়ি জুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা করছেন জেলার সাধারণ মানুষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




খোকসায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:০৩:০৬


গাজীপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:১৭


মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৩৬