স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটে দুই লাখ টাকার ভারতীয় চিনিসহ পুলিশের হাতে আটক হয়েছেন তিনজন। এসময় জব্দ করা হয়েছে একটি ডিআই পিকআপ।
আটকরা হলেন- গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ দেওয়ানেরগাঁও এলাকার মো. রাজু (১৮), একই এলাকার মো. জয়নাল আবেদীন (১৯) ও উপজেলার সাতপরিকান্দি গ্রামের মো. জিল্লুর রহমান (২৫)।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ ডিসেম্বর শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিম চা-বাগানের রাস্তায় চেকপোস্ট চলাকালীন সময়ে রাত আটটার সময় সীমান্তবর্তী এলাকা থেকে আসা একটি পিকআপটি তল্লাশি করে ৩৬ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় একটি ডিআই পিকআপ। আটক করা হয় তিনজনকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available