শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে ৭শ ৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও পলিথিন উৎপাদনকারী ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পরিবেশ অধিদফতর।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে উপজেলার ওয়ারুক বাজার ও ঠাকুর বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিসমিল্লাহ পারফিউমারি নামক একটি গোডাউন থেকে প্রায় ৫শ ২৫ কেজি এবং ভাই ভাই স্টোর, উত্তম স্টোর ও হাজী ক্লথ স্টোর নামক ৩টি দোকান থেকে প্রায় ২শ ৫০ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
এসব পলিথিন বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ৪ দোকানের মালিককে প্রায় ১৮ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। শাহরাস্তি উপজেলার অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে ওয়ারুক বাজার এলাকায় মাত্রাতিরিক্ত শব্দ দূষণের দায়ে যানবাহনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ১টি বাসকে জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন।
অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় শাহরাস্তি থানার পুলিশ টিম সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available