কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বেথইর মহল্লায় পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। আতঙ্কিত এলাকাবাসীর অনুরোধে মসজিদে মাইকিং করে জনসচেতনতার উদ্যোগ নেওয়া হয়।
আহতদের মধ্যে রয়েছেন মো. শামসুদ্দিন মিয়া (৬৫), ইমামুদ্দিন (৭), দুলেনা বেগম (৫০), আবিদ (৮), চরু মিয়া (৭), রাব্বি (৭) এবং ফাতেমাসহ অন্তত ১৫ জন।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ইসমাইলকে পাঠানো হয়েছে ঢাকা মহাখালী হাসপাতালে, শামসুদ্দিনকে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুলেনা বেগমকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ঈশা খাঁন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের সংকট থাকায় রোগীদের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত সমস্যার সমাধানের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available