স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতার একমাত্র ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে এমন সংবাদ শুনে পুত্রশোকে মারা গেছেন ষাটোর্ধ্ব বৃদ্ধ বাবা। ছেলেকে গ্রেফতারের ১৫ ঘণ্টা পর তার মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ কোনো ধরনের মামলা নেই। শুধু মাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তাকে বাড়ির পাশে ব্যাবসায়িক দোকান থেকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীপুর থানা পুলিশ জানান, একটি হত্যা মামলায় অজ্ঞাত নামা আসামী হিসেবে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ আব্দুল জব্বার (৬৭) উপজেলার ধনুয়া গ্রামের মৃত শাহজাহান মুন্সির ছেলে। গ্রেফতার আওয়ামী লীগ নেতা কবির হোসেন (৩৫) মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নিহতের নাতিন মেহেদি হাসান বলেন, গত ৪ ডিসেম্বর বুধবার দুপুর ২টার দিকে বাবা বাড়ির পাশে ফকির মার্কেটে একটি দোকানে বসে ছিল। সাদা পোশাকে কয়েকজন লোক এসে পুলিশ পরিচয়ে বাবাকে তুলে নিয়ে যায়। বিষয়টি আমার দাদি কদরজান দাদাকে এসে জানান। জানানোর পরপরই দাদা সজোরে একটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর আর কোনো কথাবার্তা বলতে পারেনি। সকালে দাদা মারা যায়।
নিহতের মেয়ে পারুল আক্তার বলেন, আমরা পাঁচ বোনের পর একটিমাত্র ভাই কবির হোসেন। আদরের একমাত্র পুত্রকে পুলিশ গ্রেফতারের খবরে বাবা অসুস্থ হয়ে মারা যায়। ছোটভাইকে গ্রেফতারের পর আমরা খবর পেয়ে ছুটে আসি বাবার বাড়ি কিন্তু বাবা কোনো কথা বলেনি। আমাদের সঙ্গে কিছু না বলেই বাবা মারা গেলো। আমরা যতদূর জানি ভাইয়ের নামে কোনো মামলা নেই। শুধু মাত্র আওয়ামী লীগের রাজনীতি করতো। গ্রেফতারের পর ভাইকে হত্যা মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী কদরজান বলেন, তোমরা আমার বাবাকে এনে দাও, স্বামীকে হারালাম আমি কি নিয়ে থাকবো। আমি কেনো এমন খবর দিলাম। এই খবর শুনার পর স্বামী আমাকে কিছু না বলেই চলে গেলো। আমি বাড়িতে এসে কবিরের খবরটা দেওয়ার পরপরই জোরে একটি চিৎকার দেয়। এটিই শেষ চিৎকার।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গ্রেফতার কবির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী না হলেও তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফকির মার্কেট এলাকা হতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available